নিজস্ব প্রতিবেদকঃ শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক,তারেক জিয়া জিন্দাবাদ লেখা সোনারগাঁ বিএনপির দলীয় প্যাডে। এতে সোনারগাঁ বিএনপির শীর্ষ নেতাদের যোগ্যতা ও বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সাধারণ সমর্থকরা। তারা বলেন, আমাদের নেত্রী সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন অথচ সোনারগাঁ বিএনপির নেতারা তাকে মৃত মনে করে খালেদা জিয়া অমর হোক শ্লোগান প্যাডে লিখে দিব্যি কমিটি করাসহ যাবতীয় দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অবাক লাগে যে একজন নেতাকর্মীর চোখে এরকম মস্ত বড় ভুলটি ধরা পড়ল না। বিএনপির সাধারণ নেতাকর্মীরা ক্ষোভের সাথে জানান, এটা ক্ষমাহীন গর্হিত কাজ এরকম ঘৃনিত কাজের জন্য সোনারগাঁ বিএনপির শীর্ষ নেতাদের শাস্তির আওতায় আনা উচিত বলে তারা মনে করেন।
এব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানতে চাইলে হাসতে হাসতে বলেন, যে দলের শীর্ষ নেতা স্বাক্ষর জ্ঞান সম্পন্ন তার থেকে আর কি আশা করা যায় অথচ সোনারগাঁ বিএনপির আহবায়ক মাজহারুল ইসলাম মান্নানকেই অনৈতিক সুবিধা নিয়ে শীর্ষ নেতা বানানো হয়েছে সুতরাং তার কাছ থেকে এধরনের ভুল স্বাভাবিক।
সোনারগাঁ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান বিবিসি প্রেস ডট কমকে বলেন,আমি মানুষ, মানুষরাই ভুল করে শয়তানের ভুল হয় না। কম্পিউটারে লিখতে গিয়ে ভুল হয়েছে, ছোট ছোট লেখার কারণে আমি চোখে ঠিকমতো দেখতে পাইনি। আমার একটু চোখের সমস্যা আছে। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আজহারুল ইসলাম মান্নান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী এক শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ করাইছে প্রধানমন্ত্রীর তো সবই ভুল হয়েছে।