মোঃ সুমন ইসলাম প্রামানিক,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ “
দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২২ইং উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ অক্টোবর সকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় অন্যান্নদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(অতিঃ) মেজবাহুর রহমান মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাছেদ প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন।