স্টাফ রিপোর্টারঃ-
সোনারগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়নস্থ হরিহরদী বাজারের সরকারী জমি ও বাজারের পাশেস্থ ব্রাহ্মপুত্র নদের অংশ বিশেষ জমি দখল করে নিয়ে দোকান-পাট উত্তোলন করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। অভিযোগ পাওয়া গেছে, স্থানীয় একটি সিন্ডিকেট সরকারী ওসব জমি জোরপূর্বক দখলে নিয়ে ওখানে দোকান ঘর উত্তোলন করে লাখ লাখ টাকা বিক্রি করছে দোকান ঘর। উক্ত বাজার পরিচালনা পর্ষদের সদস্যরা জানায়, সরকারী ওসব জমি দখলে বাঁধা দিয়েও কোন পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। তাছাড়া স্থানীয় লোকজন জানান, হরিহরদী বাজারের উত্তর পাশস্থ সরকারী খোলা জমিটি এলাকার বিনোদন নিবেদিতরা খেলা-ধূলা করে আসছে। এ জমিটুকু দখলদাররা এভাবে দখলে নিলে স্থানীয়দের খেলা-ধূলা করার কোন জায়গা থাকবেনা। এ ব্যাপারে স্থানীয় সনমান্দী ইউনিয়ন ভূমি অফিস কতৃপক্ষকে জানানো হলে এরা ঘটনাস্থল পরিদর্শন পূর্বক আর কোনো ব্যবস্থা নিচ্ছে না। দখলে নেয়া সরকারী ওসব জমি উদ্ধার করতে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ঊধ্বর্তন কতৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।