বিশ্বনবী হযরত মোহাম্মদ রাসুলুল্লাহ (সাঃ) এর শানে ভারতে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বন্দরে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি প্রশিক্ষণার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বন্দর থানার সোনাকান্দাস্থ মেরিন টেকনোলজি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করা হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী নাজমুল হক, ইমরান নাজির, আবু বক্কর ছিদ্দিক, রাকিবুল ও শাকিল প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মেরিন টেকনোলজি প্রশিক্ষণার্থী লিমন, অনিক, গোলাম আজম, আলামিন, জয়, জুনায়েদ, মুনসহ প্রায় ২ শতাধিক শিক্ষার্থী। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা:) সমস্ত মুসলিম জাতির নয়নের মনি। যার সৃষ্টি না হলে এ পৃথিবী সৃষ্টি হতো না। তাকে নিয়ে ভারতের সেই কুলাঙ্গার নুপূর শর্মার অবমাননাকর মন্তব্যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা ভারতীয় প্রশাসনের নিকট ওই কুলাঙ্গার নারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।