নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁ মডেল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদূর রহমান মাসুম।
এসময় মাসুম বলেন, আমরা সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা সকল নেতাকর্মীদের সমন্বয়ে ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমেই আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি আমরা রাজনৈতিক প্রতিযোগিতা করে সাংগঠনিক ভাবে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করছি। আমাদের মধ্যে কোন রাজনৈতিক কোন্দল নেই, আগের থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ সুসংগঠিত
সোনারগাঁয়ের সাংবাদিক ভাইদের অনেক সময় ভুল তথ্য দিয়ে আমাদের আওয়ামীলীগের মাঝে কোন্দল আছে বলে সংবাদ প্রকাশ করে ভুল তথ্য প্রচার করেন। এগুলো থেকে বিরত থাকার আহবান জানান তিনি।
আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আমরা আওয়ামীলীগের নেতারা কোন কোন্দলে জড়িত নই। আমরা প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছি।
এসময় সোনারগাঁ মডেল প্রেস ক্লাবের সভাপতি ফারুক হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,কোষাধ্যক্ষ নাজিমুদ্দিন, কার্যকরি নির্বাহি সদস্য, আল আমিন কবির, প্রচার সম্পাদক কামরুল ইসলাম পাপ্পু,সদস্য তৈরব হোসেন,সদস্য মো: ছানাউল্লাহসহ সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।