নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁ মডেল প্রেসক্লাবের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। আজ (২০ মার্চ রবিবার) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা জালাল টাওয়ারের তৃতীয় তলা ক্লাবের নিজস্ব কার্যালয়ে দৈনিক যুগান্তরের সাংবাদিক ও কমিটির আহবায়ক ফারুক হাসানের সভাপতিত্বে সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে ১১সদস্যের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। সোনারগাঁ মডেল প্রেসক্লাবের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন মেঘলা টিভির চেয়ারম্যান ও বিবিসি প্রেস ডটকম এর সম্পাদক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ। এই কমিটি ২০২২-২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
এতে সভাপতি পদে দৈনিক যুগান্তর (মেঘনা উপজেলা প্রতিনিধি) ও আজকের সোনারগাঁও অনলাইন পোর্টালের সম্পাদক ফারুক হাসান, সহ-সভাপতি পদে দৈনিক এই বাংলা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও বিবিসি প্রেস ডটকম এর বার্তা সম্পাদক গাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আরিফুর রহমানকে নির্বাচিত করা হয়েছে।
অন্যান্য পদে আরও নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক সুমন আল হাসান দৈনিক আজকের সংবাদ,সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন মেরাজ দৈনিক আওয়ার টাইম,সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম দৈনিক যুগের কন্ঠস্বর, কোষাধ্যক্ষ নাজিমুদ্দিন মোল্লা, দৈনিক অগ্নিশিখা, দপ্তর সম্পাদক তৌরব হোসেন দৈনিক ইনফো বাংলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম পাপ্পু, দৈনিক আলোকিত সকাল, ক্রিড়া ও সমাজকল্যাণ সম্পাদক কাজী ইকবাল হোসেন দৈনিক সচেতন ও নির্বাহী সদস্য আল আমিন হোসেন শাপলা টিভি।