বিবিসি প্রেসঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে দৈনিক যুগান্তরের সাব এডিটর এম এম সালাহউদ্দিন সভাপতি ও দৈনিক মানব জমিন এর সোনারগাঁ প্রতিনিধি আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দিনব্যাপী সাধারণ সভা ও এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা পরিষদ সভা কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস এর সভাপতিত্বে নির্বাচন পরিচালনা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শামসুল ইসলাম ভ‚ঁইয়া, নির্বাচন কমিশনার একেএম মাহফুজুর রহমান ও ফিরোজ হোসেন মিতা। নির্বাচন পরিচালনার স্বমন্বয়ক ছিলেন সাইফুল ইসলাম রিপন।
দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যুগান্তরের সাব এডিটর এম এম সালাহউদ্দিন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানব জমিন এর সোনারগাঁ প্রতিনিধি আবু বকর সিদ্দিক।
সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের এর নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা মোক্তার হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের স্টাফ রির্পোটার আকতার হোসেন,অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমাদের সময় পত্রিকার স্টাফ রির্পোটার মিজানুর রহমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ডেসটিনি পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রির্পোটার আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ এর সোনারগাঁ প্রতিনিধি মাহবুবুল ইসলাম সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরপত্র পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মাসুম মাহমুদ ও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক অগ্রসর পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মনির হোসেন ও দৈনিক রুদ্রবার্তা পত্রিকার স্টাফ রির্পোটার শামসুল আলম তুহিন।