আলী আকবরঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বাগমুছা ঋষিপাড়া পূজামণ্ডপে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ অক্টোবর ) ভোর ৫ টার দিকে ওই যুবকের মৃত্যু হয়। যুবকের নাম জুম্মান (২৫)।
জুম্মান পূজা মণ্ডপে ভোর ৫টার দিকে বিদ্যুৎ চলে যায়। এ সময় জুম্মান জেনারেটর চালু করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথায় মাটিতে লুটে পরে। পরে তার সহযোগীরা জুম্মানকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুম্মান নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা।