নিজস্ব প্রতিবেদকঃ গত ৯ই মে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ ১৬ নামের একটি অনলাইন পোর্টালে মিন্টু নামের এক ব্যক্তির বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়েছে। ব্যক্তির বক্তব্যে আমি মাসুম বিল্লাহ ও সোনারগাঁও পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মধুকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করায় আমরা সংক্ষুব্ধ হয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মনিরুজ্জামান মধু ৯নং ওয়ার্ডের দুই বার নির্বাচিত একজন জনপ্রিয় কাউন্সিলর। আমি একজন সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম। আমি ভট্রপুর সিরাতুল মুস্তাকিম মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সদস্য এবং মাদ্রাসার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ভট্রপুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমরা এলাকায় গন্যমান্য ব্যক্তি ও পরপোকারী মানুষ হিসেবে পরিচিত। আমি মাসুম বিল্লাহ ও কাউন্সিলর মনিরুজ্জামান মধু একই পরিবারের সন্তান। এলাকায়
আমাদের জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতায়
ইর্শান্বিত হয়ে আমাদের হেয়প্রতিপন্য করার উদ্দেশ্যে জনৈক ব্যক্তি মিন্টুকে দিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করে আমাদের মানহানি করার চেষ্টা করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এধরণের আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানে বিরত থাকার আহবান জানাচ্ছি। তারপরও যদি এরকম মানহানিকর বক্তব্য প্রদান অব্যাহত থাকে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। জনৈক ব্যক্তি মিন্টু একজন ভবঘুরে, দালাল ও প্রতারক প্রকৃতির লোক। সে একজন আওয়ামী লীগের মুখোশে বিএনপি জামাতের দালাল। সে ২০০১ চার দলীয় জোট ক্ষমতায় আসার পর তার নেতৃত্বে সোনারগাঁ পৌরসভার গোপাল মিস্ত্রির বাড়িতে হামলা করে ভাংচুর ও তার সদ্য বিবাহিত মেয়ের স্বর্গ অলংকার ও নগদ লুট করে নিয়ে যায়। এমনকি তার আপন মামার বাড়িতেও হামলা করে ভাংচুর ও লুটপাট চালায়। এঘটনায় তার আপন ছোট মামার দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে জেল খাটে। আপনারা এই ব্যক্তি সম্পর্কে এলাকায় খোজখবর নিলে এর সত্যতা পাবেন। তার নিজস্ব কোন পেশা নেই সে সাব- রেজিষ্টার অফিস সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি ও খয়রাতি করে তার সংসার চলে। আমাদের এলাকায় যে রাস্তা ও ড্রেনের কাজ চলছে এই কাজে আমার কোন সম্পৃক্তা নেই তবে রাস্তা ও ড্রেনের কাজটি যেন মানসম্পন্ন হয় সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে। মিন্টু এই রাস্তার ঠিকাদারের কাছে থেকে বিশেষ সুবিধা নিতে চেয়েছিল কিন্তু আমাদের জন্য তা পারেনি। তাই আমাদের প্রতি ক্ষুব্ধ হয়ে এ ধরনের বানোয়াট বক্তব্য প্রদান করে। এমন একজন ব্যক্তির বক্তব্য সংবাদ ১৬ অনলাইন পোর্টাল প্রচার করবে তা আমাদের কখনোই ধারণা ছিল না। আমরা বিশ্বাস করি নিশ্চয়ই সুচতুর ব্যক্তি মিন্টু কৌশলে সাংবাদিক ভাইদের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভুল বুঝিয়ে এ সংবাদটি পরিবেশন করানো হয়েছে। গনমাধ্যম হল জাতির বিবেক তাই সাংবাদিক ভাইদের এই কথাটি বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশন করার আগে ঘটনার সত্যতা যাচাই করে নেওয়া উচিত বলে আমরা মনে করি।