নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির গঠনের পর এই প্রথম সনমান্দি ইউনিয়নে ২৬ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল ) বেলা ১২টার দিকে সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক রোবায়েত হোসেন শান্ত ও সদস্য সচিব মশিউর রহমান শামিমের স্বাক্ষরিত আহবায়ক কমিটির প্যাডে তাদের অনুমোদন দেয়া হয়।
কমিটিতে আবু সিদ্দিককে আহ্বায়ক ও মুকবিল হোসেনকে সদস্য সচিবসহ ২৬ সদস্যর বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়। সেই সাথে এ কার্যক্রম পরিচালনা করার জন্য আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার লক্ষ্যে এই আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
হলেন মোঃ আল আমিন, মোঃ সুজন মাহমুদ, মোঃ নজরুল, মোঃ হারুন অর রশিদ, মোঃ শাহবুউদ্দিন, মোঃ আল আমিন সরকার, মোঃ কামাল হোসেন, মোঃ জসিম উদ্দিন, মোঃ আল আমিন, মোঃ আলমগীর, মোঃ খোরশেদ আলম, মোঃ বাবুল, মোঃ মাঈদুল ইসলাম খান, মোঃ সেলিম, মোঃ জাহাঙ্গীর, মোঃ আলী আজগর মোঃ সেলিম ফারুকী, আমিনা বেগম মোঃ খোকন, মোঃ ইসলাম,মোঃ মুরাদ, মোঃ ইমরান ও মোঃ নাজমুল।
এসময় নবাগত কমিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. শামসুল ইসলাম ভূইয়া ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।