নিজস্ব প্রতিবেদকঃ
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার (১২ অক্টোবর) সকালে সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্পণ করে একটি র্যালি বের করেন। পরে জাতীয় শ্রমিক লীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া শেষে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্তর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
সদস্য জাকির হোসেন, জামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোখলেছুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাদিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সোলায়মান মিয়া, সহ-সভাপতি নূরু মিয়া সরদার, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি শহীদুল ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব সিয়াম আহমেদ সুমন, শম্ভুপুরা ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব হোসেন শহীদ, সনমান্দী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশতাক মিয়া বক্তব্য রাখেন এবং এসময় শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সঞ্চালনা করেন সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম।