র্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জ সোনারগাঁ হতে ৫৯৪ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সোনারগাঁ থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম(২০)কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন নবাবগ্রাম এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। এসময় তার ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশী করে ৫৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।