নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ।সোনারগাঁ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিলে আয়োজন করা হয়।পরে সবার মধ্যে রান্না করা খাবার বিতারণ করেন।
সোনারগাঁ উপজেলা সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুস্পস্তাপক ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নু,সাবেক উপজেলার যুবলীগের সভাপতি গাজী মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী হায়দার, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী যুব পরিষদের সভাপতি এডভোকেট ফজলে ফজলে রাব্বী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, পৌরসভা আওয়ামী লীগ নেতা মামুন আল ইসমাইলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।