মাহবুবুর রহমান কামাল ঃ শীতের তীব্রতায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে উষ্ণতা ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ- ৩ সোনারগাঁওয়ের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
রোববার সন্ধায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আড়াই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে রাতে রাস্তায় চলাচলরত নিম্ন আয়ের অটোরিকশা সিএনজি চালক ও তৃতীয় লিঙ্গ(হিজরাদের) মাঝে তিনি নিজ অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতের শুরু থেকেই তিনি নিজ অর্থায়নে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবু,জাবেদ রায়হান,পৌরসভা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ওমর ফারুক টিটু প্রমূখ।