নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু), সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সোহেল রানা, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান,ও যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু প্রমুখ। এসময় মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা পূর্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।