নিজস্ব প্রতিবেদকঃ আজ রোববার (১৩ ফেব্রুয়ারী ) বিকাল ৩টার দিকে নারায়ণঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কলেজ রোডে নুরুল ইসলাম বেপারী মার্কেটের ছাদে গিয়ে ব্যাংকের ব্যানার লাগাতে গিয়ে এনআরবি ব্যাংক কর্মচারী মাহবুব রহমান(৩০) বিদ্যুৎ লাইনের হাইভোল্টেজের তারে জড়িয়ে পড়ে। এ সময় ছাদ থেকে নিচে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মাহবুব রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গোবিন্দখিল গ্রামের হেমায়েত উল্লাহর ছেলে বলে জানা গেছে। সে এনআরবি ব্যাংক মোগরাপাড়া শাখায় কর্মরত ছিল।