ঝুমন মিয়াঃ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় এবং বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম জাতি হিসাবে আত্ম প্রকাশ করে। এইভাবে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিকি শতাব্দী ধরে লালন করা স্বপ্ন পূরণ হয়। কীভাবে বঞ্চিত, সুবিধাবঞ্চিতদের প্রতি সহানুভূতিশীল হতে হয় এবং কীভাবে তাদের জন্য সমৃদ্ধ ভবিষ্যত গড়ার স্বপ্ন দেখতে হয় তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখিয়ে গেছেন আজকের এই ছাত্র সমাজকে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, একটি সোনার বাংলা তৈরি করার, যেমনটি আমাদের ভূমি প্রাচীনকালে পরিচিত ছিল। তিনি গণতন্ত্র, ধর্মীয় সহিষ্ণুতা এবং সামাজিক ন্যায়বিচারের আদর্শের ভিত্তিতে একটি সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। এটি শেষ পর্যন্ত তার রাজনৈতিক দর্শণে এবং সারা জীবনের আলোবর্তিকা হয়ে উঠেছিল। সবসময় তার পরামর্শ ও উদাহরণ অনুসরণ করে সেই স্বপ্নকে স্ব-রুপে বাস্তবায়নে সকল কৃষক-শ্রমিক-ছাত্রসমাজকে একত্রে নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা। আমাদের সেই জননেত্রীর উন্নয়নের ধারা বজায় রাখতে প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন ও দেশের সর্বস্তরের জনগণ তার জন্য দোয়া কামনা করে থাকেন। আর এই ধারাবাহিকতায়,
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ আওয়ামীলীগের জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান পদপ্রার্থী জনাব আলহাজ¦ শাহ মোহাম্মদ সোহাগ রনির আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত (২৯শে ডিসেম্বর) বুধবার বিকেলে উপজেলার মোগরাপাড়া বাজার মাঠে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এবং সোনারগাঁ সরকারি কলেজ শাখার সাবেক ও নবগঠিত ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ সকলের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারবর্গের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া- চেয়ারম্যান সোনারগাঁ উপজেলা, (সভাপতি) সোনারগাঁও থানা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজিজুর রহমান আজিজ- (সভাপতি) নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, আশরাফুল ইসলাম রাফেল- (সাধারন সম্পাদক) নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ, জনাব হাসান রাশেদ- (সভাপতি) সোনারগাঁ থানা ছাত্রলীগ, জনাব রাসেল মাহামুদ- (সাধারণ সম্পাদক) সোনারগাঁ থানা ছাত্রলীগ, জনাব সজল চন্দ ঘোষ (সভাপতি) সোনারগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এবং জনাব অর্নি আলম (সাধারন সম্পাদক) সোনারগাঁও থানা ছাত্রলীগ। এছাড়া আরোও উপস্থিত ছিল জেলা ছাত্রলীগ ও সোনারগাঁ থানা ছাত্রলীগ নেত্রীবৃন্দসহ মোগরাপাড়া ইউপির সর্বস্তরের জনগন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জনাব আলহাজ¦ শাহ মোহাম্মদ সোহাগ রনি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক (সহ-সভাপতি) নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।