নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁয়ে কাঁচপুর হইতে পিরোজপুর ইউনিয়নের মেঘনা পর্যন্ত বিভিন্ন সময় পরিবহনে ডাকাতি সংঘটিত হচ্ছে। ডাকাতদের লক্ষ্য বেশি থাকে প্রবাস ফেরত যাত্রীদের পরিবহন। এ নিয়ে সোনারগাঁ থানা পুলিশ বেশ সমালোচনা ও চাপে ছিল। পুলিশ পরিবহন ডাকাতদের ধরতে বিশেষ পরিকল্পনা করে।
গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কাচঁপুর ও পিরোজপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে গ্রেফতার করে।
অভিযানে নেতৃত্ব দেন এস আই মোঃ সিরাজুল ইসলাম ও তার টিম।
গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্র সুইস গিয়ার,ছুরা, রামদা, চাপাতি ইত্যাদি উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে নারায়ণগঞ্জ কোর্টে পাঠানো হয়।
এ ব্যাপারে এস আই মোঃ সিরাজুল ইসলাম জানান, আমাদের ইনচার্জ স্যার হাফিজুর রহমানের নির্দেশনায় আমার নেতৃত্নে এস আই মাসুদসহ সঙ্গীয় টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাচঁপুর ব্রিজের নিচ থেকে ও পিরোজপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে দেশীয় অস্র চাকু, চাপাতি রামদা ছুরা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন,গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা করে নারায়ণগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।