নিজস্ব প্রতিবেদকঃ জন্মদিন অনুষ্ঠানে নৃত্যের কাজ শেষে নিজ বাসায় ফেরার পথে জনৈক নৃত্য শিল্পীকে পালাক্রমে গণধর্ষণ করছে ৮ ধর্ষক। সোনারগাঁও তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ বাবু (২৫), ইসরাফিল (৩৩), রুহুল আমিন (২০) ও খোকন আলম টুকুন (২০) নামের ৪ ধর্ষককে আটক করছে। অন্য ৪ ধর্ষক পালিয়ে গেছে। আজ ১৩ অক্টোবর, বৃহস্পতিবার গভীর রাতে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রবাসা এলাকায় ঘটছে এ ঘটনা। সোনারগাঁও তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, একই এলাকা বরগাঁও গাব্বাবাড়ীতে মৃত বাদশার নাতী ফাহাদ (৭)-এর জন্মদিন অনুষ্ঠানে ধর্ষিতা জনৈক নৃত্য শিল্পী (১৯) ও নৃত্য শিল্পী দলনেতা আরিফ হোসেন বাপ্পি অনুষ্ঠান শেষে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় নিজ বাসায় ফিরছিলো। এ সময় ধর্ষকরা সংঘবদ্ধভাবে অনুষ্ঠানস্থলের অদূরে চোত্রাবাসা নামক স্থানে এদের পথরোধ করে এবং জোরপূর্বক পার্শ্ববর্তী শহিদুল্লা গংদের পরিত্যক্ত নির্জন বাগানে নিয়ে দলনেতা আরিফ হোসেন বাপ্পিকে আটকে রেখে জনৈক নৃত্য শিল্পীকে ওই এলাকার মৃত- লাল মিয়ার ছেলে বাবু, মৃত- নুরুল ইসলামের ছেলে ইসরাফিল, আব্দুল হকের ছেলে রুহুল আমিন, তালেব আলীর ছেলে খোকন আলম টুকুন, মৃত- হেলাল উদ্দিন খন্দকারের ছেলে আলমগীর খন্দকার, নুরুল ইসলামের ছেলে মামুন, আলমের ছেলে রবিন ও আসলামের ছেলে এমরান পালাক্রমে গণধর্ষণ করে। এ ঘটনার সংবাদ পেয়ে তালতাল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্ষিতাকে মারাত্মক রক্তাক্ত ও মুর্মূর্ষু অবস্থায় ও দলনেতাকে আহত অবস্থায় উদ্ধার করে এবং ৪ ধর্ষককে আটক করে। এ সময় অন্য ধর্ষকরা পালিয়ে যায়। ধর্ষিতা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা শাকুয়া পশ্চিমপাড়া গ্রামের আক্কাস আলীর মেয়ে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান এ ধর্ষণের ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।