নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রোজিনা (৩৪) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাদিপুর ইউপির গজারিয়া পাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজিনা রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় অজ্ঞাত এক নারীর গলার কন্ঠনালী ধারালো অস্ত্র দিয়ে কাঁটাবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
এসময় নিহত রোজিনার মরদেহের পাশ থেকে তার জাতীয় পরিচয় পত্র উদ্ধার করেন। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী রোজিনার বয়স ৩৪ বছর। তার বাসা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায়, বাড়ি নাম্বার ২১, গলি নাম্বার ১, দক্ষিণ কোট বাড়ি, মিরপুর – ১২১৬।
এবিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।