মোঃ মীমরাজ হোসেনঃ সোনারগাঁ উপজেলার নবাগত ইউএনওকে মো: রেজওয়ান উল ইসলামকে বরন ও বিদায়ী ইউএনও তৌহিদ এলাহীকে সংবর্ধনা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর ) বিকেলে পৌরসভার রয়েল রির্সোটে আলোচনা সভা ও ভোজের মাধ্যমে তাদের বরন ও সংবর্ধনা দেয়া হয়।
বরন ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাবরিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইব্রাহিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান, সহকারী কমিশনার ভুমি ইব্রাহিম মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া, অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।