নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপির সোনাখালী ও ছোট সীলমান্দি এলাকায় বালু ভরাটের নামে ব্যক্তি মালিকানা জমি ও বাড়িঘরে বালু ভরাটের অভিযোগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তিব্বত কোম্পানীর দুইজন কর্মকর্তাসহ ৯ জনকে আটক করে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তফা মুন্না বলেন, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী ও পৌরসভার ছোট সীলমান্দি এলাকায় একটি প্রতিষ্ঠান নিজস্ব জমি ভরাটের নামে ব্যক্তি মালিকানা অন্যের জমিতে বালু ফেলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এছাড়া অপরিকল্পিত ভাবে বালু ভরাটের ফলে বালিতে আসা পানি মানুষের বাড়িঘরে প্রবেশ করে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়ে সাধারণ মানুষের চলাচল ও বসবাসে কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় ওই এলাকার লোকজন প্রশাসনের বরাবর অভিযোগ করলে আমরা সরেজমিনে পরিদর্শন করে সত্যতা পেয়ে বালু ভরাটের কাজে নিয়োজিত কোম্পনীর ২জন কর্মকর্তা ও ঠিকাদারদের লোকদের আটক করে নিয়ে আসি। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাটি ভরাট আইনে তাদের বিরুদ্ধে ৩টি পৃথক মামলা দায়ের করে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।