আনিছুর রহমানঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের দলরদী এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শনিবার সকালের ওই জমিতে থাকা একটি আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায়অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের দলরদী গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে একই এলাকার কামাল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে কামালের নেতৃত্বে সানাউল্লাহ, আক্তার হোসেন, মোজাম্মেল হোসেন, মোকাদ্দেস, শহিদুল্লাহ, জামাল, মহসিন, হোসেলসহ ১০-১২জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিরোধপূর্ন জায়গার রফিকুল ইসলামের একটি আমগাছ কেটে ফেলে। এতে বাধা দেওয়ায় তাকে ও তার লোকজনকে অকথ্য ভাষায় গলমন্দ করে মারধর করতে উদ্যাত হয়। এ ঘটনার পর রফিকুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে অভিযোগের পর সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কামাল পক্ষকে গাছ কাটতে বাঁধা প্রদান করেন।
এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, বিরোধপূর্ন জমি নিয়ে তার বাবা আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় তারা আদালতের রায় পান। রায়ের পর ওই জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। প্রভাবশালী কামাল মিয়া তার লোকজন নিয়ে ওই জমি দখলের পায়তারা শুরু করে।
অভিযুক্ত কামাল মিয়া বলেন, এ জমি আমাদের। আমরা এ জমির মালিক। ভূয়া কাগজপত্র দিয়ে এ জমি রফিকুল ইসলাম দখলে আছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। উভয় পক্ষকে সঠিক প্রমাণাদি নিয়ে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।