মোঃ হাসান মাহমুদঃ- জাল সনদ তৈরি চক্রের ইসলাম ও নাসির উদ্দীন নাসু নামের ২জনকে তালতল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করছে। গতকাল মঙ্গলবার উপজেলার বারদী বাজার থেকে ওদের জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জামাদি সহ গ্রেফতার করা হয়। তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী জানান, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলমের স্বাক্ষর ও পেইড জাল করে ওয়ারিশ সনদ তৈরিকালে বারদী বাজার থেকে জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জামাদি সহ ইসলাম ও নাসু নামের দু’ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘ দিন যাবত বারদী বাজারে কম্পিউটারের মাধ্যমে নোয়াগাঁও ও সনমান্দী ইউনিয়নের বিভিন্ন জাল কাগজপত্রাদি তৈরি করতো বলে প্রাথমিক ভাবে স্বীকার করছে। এ ব্যাপারে সোনারগাঁও থানায় মামলা হয়েছে।