নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁয়ের উপজেলা মোগরাপাড়া ইউনিয়নে দমদমা এলাকার চাঞ্চল্যকর ব্যাবসায়ী আরমান শরীফ হত্যা মামলার প্রধান আসামী সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ রনিকে গ্রেপ্তারের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন নিহতের পরিবার।
বুধবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের নিজ বাসভবনে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আরমান শরীফের বাবা ডাঃ মঞ্জুরুল হক। এসময় নিহত আরমানের মা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য তিনি জানান, ২০১৫ সালের ১১ নভেম্বর স্থানীয় সন্ত্রাসী শাহ মোঃ সোহাগ রনির নেতৃত্বে তার পালিত সন্ত্রাসীরা মহাসড়কের পাশ্বে আফিয়া সিএনজি পাম্পে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে গলা ও হাত পায়ের রগ কেটে ব্যাবসায়ী আরমান শরীফকে হত্যা করা হয়। হত্যাকান্ডের দীর্ঘ ৭ বছর অতিবাহিত হলেও মামলার প্রধান আসামি সোহাগ রনি এখনো গ্রেপ্তার হয়নি। ইতি পূর্বে মামলার তদন্ত থেকে সু- কৌশলে তার নাম বাদ দেয়া সহ মামলাটির চূড়ান্ত রিপোর্ট দিতে সোহাগের দৌড়ঝাঁপ অব্যহত রয়েছে। এছাড়া আরমান শরীফের পরিবারকে মামলা তুল নিতে হত্যা সহ নানা হুমকি দিচ্ছে সোহাগ রনি। হত্যাকাণ্ডের মূলহোতা সোহাগ রনিসহ সকল আসামির সর্বচ্চ শাস্তি ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে নিহত আরমান শরিফের মা ছেলের হত্যাকারি সোহাগ রনিকে গ্রেপ্তারের দাবি করে কান্নায় ভেঙে পড়েন।
এই ব্যাপারে সোহাগ রনির মুঠোফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।