নিজস্ব প্রতিবেদকঃ বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের কৃষি অফিস প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া, সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার।
এসময় উফশী প্রণোদনা কর্মসূচির আওতায় ৮৮০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও হাইব্রিড প্রণোদনা কর্মসূচির আওতায় ১৩০০জন কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন,কৃষি সম্পসারন কর্মকর্তা ফরহাদ জামান,স্থানীয় সাংবাদিক ও কৃষক গন।