নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ইমারত নির্মাণ শ্রমিক শাখার প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সোনারগাঁও পৌরসভার রাজধানী হোটেলে এ প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। ইমারত নির্মান শ্রমিক ট্রেড ইউনিয়ন সোনারগাঁ শাখার সভাপতি সালাউদ্দীন প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইমারত নির্মান শ্রমিক ট্রেড ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও ফতুল্লা থানার শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার নির্মাণ শ্রমিকদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ইমারত শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে। স্বাধীনতার পর থেকে ইমারত শ্রমিকরা এমন সুযোগ-সুবিধা পাননি। তারা বলেন, পদ্মা সেতু, উড়াল সেতুসহ সব উন্নয়নের অংশীদার ইমারত নির্মাণ শ্রমিকরা।
এসময় উপস্থিত ছিলেন, ইমারত নির্মান শ্রমিক ট্রেড ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক লাবু আহম্মেদ রাজু, সহ-সম্পাদক মোঃ রুহুল, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃসাঈদ, প্রচার সম্পাদক মোঃহাসান, এনায়েতনগর শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নিজাম প্রমুখ।