নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চাঞ্চল্যকর মাদ্রাসার ছাত্রী জাকিয়া সুলতানা জুইয়ের অপহরণ মামলা তুলে নিতে বাদীর পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামী পক্ষের লোকজনের বিরুদ্ধে । উল্লেখ্য,গত বছরের ০৬/১০/২০২১ ইং তারিখে মাদ্রাসায় পড়াকালীন সময়ে জাকিয়া সুলতানা জুইকে কামরাঙ্গাীরচর গ্রামের রফিকুল ইসলাম রবের ছেলে ১ নং আসামী আকিব (২১) অপহরন করে নিয়ে যায়।
এতে অপহরণকারী নামে সোনারগাঁ থানায় একটি সাধারন ডায়রী (৫৫৭) এবং নারায়ণগঞ্জ আদালতে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। পরে সোনারগাঁ থানা পুলিশ আসামীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেন। এখন আসামী আকিব জামিনে এসে তার বড় ভাইয়ের শশুর বাড়ীর সহায়তায়, মোগড়াপাড়া ইউনিয়নের বড় সাদীপুর এলাকার মোঃ বাচ্চু মিয়া,পিতা মোঃ শাহাবুদৃদীন, জাহিদ (৩২) পিতা বাচচু মিয়া ভিকটিমের বড় ভাই সাংবাদিক আল আমিন কবির অপহরণের নিউজ পত্রিকায় প্রকাশ করায় রোববার (৯ অক্টবর ২২) রাত পৌঁনে ৯টার দিকে বড় সাদীপুর রাস্তায় আল আমীনকে একা পেয়ে অতর্কিতভাবে কিল ঘুশি ও লাথী মেরে নীলাফুলা জখম করে। এসময় তার ডাক-চিৎকার শোনে পথচারীরা এগিয়ে আসলে বিবাদীর লোকজন বলেন, মামলা তুলে না নিলে পরিবারের সদস্যদের হত্যার করা হবে।
সাংবাদিক আল আমীন কবির এসব অভিযোগ করেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্চ মোঃ হাফিজুর রহমান পিপি এম বার জানান – এবিষয়ে সাধারন ডায়েরী পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।