মাহবুবুর রহমান কামালের প্রতিবেদনঃ আজ শনিবার (১১ মার্চ ) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জাতীয় পার্টি কমিটি গঠন ও ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সদস্য মোঃ মাসুদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যান সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি সোনারগাঁ উপজেলা সিনিয়র সহ সভাপতি আলী আকবর, জেলা জাতীয় পার্টি প্রচার সম্পাদক ফজলুল হক, আবুল কাসেম মেম্বার সংরক্ষিত নারী সদস্য আকলিমা বেগম , জাতীয় পার্টি নেতা নুরু মিয়া,উপজেলা জাতীয় যুবসংহতি সদস্য সচিব মোঃ সিকান্দার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সকলেই জাতীয় পার্টির আগামী ৭ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনপূবর্ক সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং আগামী নির্বাচনে ওয়ার্ড থেকে কেন্দ্র কমিটি গঠন করবে সেই সাথে বিগত নয় বছর সাদীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সে সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হয়েছে সেগুলো জনগণের মাঝে তুলে ধারার জন্য সিদ্ধান্ত হয় এবং সবাইকে এমপি লিয়াকত হোসেন খোকার হাতকে শক্তিশালী করে আগামীতে জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
।