জুম্মান ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার প্রবেশপথ থেকে গতকাল ঢাকা মেট্টো ল- ৪১-৩১৪০ হোন্ডা হর্নেট মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়েছে। মোটর সাইকেলের মালিক গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের কবির হোসেন জানান ,তিনি তার মোটরসাইকেলটি চৌরাস্তা কাঁচা বাজারের পাশে রেখে কিছু কেনাকাটার জন্য বাজারে প্রবেশ করেন এবং মাত্র ১০ মিনিট পর ফিরে এসে তার মোটর সাইকেলটি দেখতে না পেয়ে এদিক-সেদিক খোঁজা খোঁজির পরে মোটরসাইকেলটি পাওয়া যায়নি।এব্যাপারে স্থানীয় দোকানদারা জানান, তার আগেও ইসলামী ব্যাংকের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। বাজার মালিক ও স্থানীয় মানুষদের ধারনা এখানে একটি সংঘবদ্ধ চোরচক্র মোটরসাইকেল ও অন্যান্য মূল্যবান জিনিস পত্র চুরি করার জন্য সর্বক্ষণ নজর রাখে এবং বাজারের আশেপাশেই অবস্থান করে। জান-মালের নিরাপত্তার স্বার্থে সমগ্র বাজার ও আশেপাশের এরিয়াটি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদপরতা বৃদ্ধির দাবি জানান।