নিজস্ব প্রতিবেদকঃ ভিটিপাড়া মহিলা মাদ্রাসা ও ফজিলাতুন্নেছা এতিমখানার ৯ জন পবিত্র কোরআনে হাফেজা মহিলাদের জন্য বোরখা ও ৯ জন শিক্ষিকাদের জন্য থ্রী পিছ ও ৬০ জন কোরআনের পাখিদের জন্য জামা কাপর উপহার দিলেন মাননীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত। উপহার গুলো নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টারের হাত থাকে উপহার সামগ্রী বুঝে নেন ভিটিপাড়া মহিলা মাদ্রাসার পিন্সিপাল মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেদ।
আজ রোববার (১৩ মার্চ )বেলা ১১ টার দিকে সোনারগাঁ উপজেলা মোগরাপাড়া চৌরাস্তা অবস্থিত জাতীয় পার্টির নিজস্ব কার্যালয় থেকে উপহার সামগ্রী দেওয়া হয়।