মোঃ ঝুমন মিয়াঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজে এক মহিলার সাইট ব্যাগ থেকে চেন কেটে মোবাইল চুরির সময় ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে পথচারী। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা যায়, সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজ দিয়ে অধিক হারে মানুষের চলাচল হওয়ায় প্রতিদিনই এরকম কোন না কোন ছিনতাই চুরি সহ নানা রকম অঘটন ঘটে থাকে।
সোমবার ( ১৫ নভেম্বর) বেলা সাড় ১২টার দিকে এক মহিলা ফুট ওভারব্রিজ দিয়ে চৌরাস্তা পশ্চিম পার্শ্ব থেকে পূর্ব পাশে পার হওয়ার সময়, টার্গেট করে এক ছিনতাইকালে এক পথচারী দেখতে পান মহিলার সাইড ব্যাগের চেইন কেটে মোবাইল ও অন্যান্য সরঞ্জাম হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরে গণধোলাই দেয়। এসময় হঠাৎ পালিয়ে যায় ছিনতাইকারী । মোগরাপাড়া চৌরাস্তা ফুট ওভারব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন এ ফুট ওভারব্রিজ দিয়ে চলাচল লাখ লাখ মানুষ। কিন্তু হকারদের দখলে রয়েছে ব্রীজটি। সোনারগাঁ হাইওয়ে পুলিশের উদ্যোগে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও ফুটপাত উচ্ছেদ হয়নি আজও।