নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁয়ে কিশোর গ্যাংয়ের ধারালো ছুরিকাঘাতে জামপুর ইউপির বশিরগাও গ্রামের মোঃ মোমেন মিয়ার ছেলে রোমান ১০ম শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত রোমানকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ নভেম্বর ) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায়।
এই ঘটনায় আহত ছাত্র রোমানের বাবা মোঃ মোমেন মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বাদী মোমেন মিয়া বলেন, আমার ছেলে মোঃ রোমান (১৮) তার বন্ধু রিয়াজুলের আমন্ত্রনে বস্তুল এলাকায় শেখের হাট কবরস্থান মাঠে ওয়াজ শুনতে যায়। ওয়াজ শুনে বাসায় ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে সোনারধীরু দোষের হাট কবরস্থানের পাশে রাস্তায় পৌঁছলে বিবাদী বকুলের ছেলে কিশোর গ্যাং নেতা অপুর (২২) নেতৃত্বে মমিনের ছেলে নাজমুল (২৩), বাতেনের ছেলে মোঃ বাবু (২০), জামাল উদ্দিনের ছেলে মোঃ মামুন (২৪), হানিফের ছেলে মোঃ আরিফ (২৫), মুকবিল হোসেনের ছেলে শেখ সাদি (২৪) সহ আরো অজ্ঞাত ৭/৮ জন অতর্কিতভাবে দেশীয় অস্ত্র, লাঠিসোটা, লোহার রড ও ধারালো ছুরি দিয়ে আমার ছেলের বন্ধু কে মারপিট করে, এতে আমার ছেলে প্রতিবাদ করলে কিশোর গ্যাং নেতা অপু ধারালো ছুরি দিয়ে আমার ছেলে রোমানকে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং সন্ত্রাসীরা আমার ছেলের সাথে থাকা ব্যবহৃত ১৬ হাজার টাকা দামের একটি স্যামসাং মোবাইল সেট ও নগদ ২,৫০০ টাকা নিয়ে যায়।
এসময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এবিষয়ে আহত রোমানের পিতা মোমেন মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।