নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁও সরকারী কলেজের হিসাব রক্ষক মো. জাহাঙ্গীরকে (৪৩) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় কলেজে শিক্ষাথী ভর্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে লোহার রড, এসএস পাইপ, হকিষ্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হাত – পা ভেঙ্গে দেয়।
হিসাব রক্ষক মো. জাহাঙ্গীর ভাংগা হাত ও পা নিয়ে মারাত্মক আহত অবস্থায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সরকারী কলেজের গেটের বাহিরে এ হামলার ঘটনা ঘটে।
এঘটনায় গতকাল শুক্রবার বিকেলে আহতের স্ত্রী ফারজানা আক্তার বাদি হয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের জাকির হোসেনের ছেলে জাহিদ (২৫), সৈয়দ হোসেনের ছেলে মাহিম (২৪) ও ফুলবাড়িয়া গ্রামের মোমেনের ছেলে আশিক (২৬) নামে ৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ২-৩জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা জাহাঙ্গীরকে দেখতে যান।
এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার সোনারগাঁও থানা পুলিশকে দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
এ ব্যাপারে সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি সরকার বলেন, সোনারগাঁও সরকারী কলেজের হিসাব রক্ষক মো. জাহাঙ্গীরের উপর হামলাকারিদের দ্রুত গ্রেফতার করা হবে।