মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার
ঢাকা গাবতলী থেকে আরিচা মহাসড়ক হাইওয়ে রোডে চলাচল সেলফি পরিবহনের।
কোনো পরিবহনে বাস ভাড়া নিয়ে কোনো অনিয়ম এর অভিযোগ পাওয়া যায় নি।
হাইওয়ে রোডে চলাচল এই সেলফি পরিবহনে বাস ভাড়া বাড়তি আদায় করছেন যাএীদের কাজ থেকে জানা গেছে যাএীদের মুখে। প্রতিটা স্থানে আগের থেকে বেশি ভাড়া আদায় করছেন সেলফি পরিবহনে কনডাক্টর।
সেলফি পরিবহনে এই গাড়িটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঢাকা গাবতলী থেকে হেমায়েতপুর পাড় হওয়ার পর বিভিন্ন বাসস্টান্ড থেকে যাএী তোলো আরিচার উদ্দেশ্যে। সাভার উপজেলা পাড় হয়ে নবিনাগর যাওয়া অবস্থায় বাস ভাড়া নিয়ে যাএীদের সাথে জামেলা সৃষ্টি করে।
বাস নাম্বার ঢাকা মেট্রো ব ১৪৩২-৯৬ // এই গাড়িতে কনডাক্টর ছিলো সে সকল যাএীদের সাথে খারাপ আচরণ করে ও বাস ভাড়া বাড়তি আদায় করে।
তাকে জিজ্ঞেস করলো যাএীরা ভাড়া বাড়তি আদায় এর কারন কি সে কোনো উত্তর না দিয়ে বললো আমার টা আমি আদায় করে নিয়েছি আপনারা যা পারেন করেন এ কথা বললো কনডাক্টর। তাকে প্রস্ন করলে সে বিভিন্ন ভাবে ধমকে কথা বলতো। যাএীরা নিরুপায় হয়ে মুখ বুজে সজ্জ করে ও যার যার গন্তব্য স্থানে নামতে শুরু করে। প্রতি নিয়ত সেলফি পরিবহনের স্টাফরা যাএীদের সাথে খারাপ আচরণ করে। তাদের ওফিসে এ বিসয় টা জানালে তারা স্টাফদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
এই দূর্নিতির বিরুদ্ধে ও যাএীদের হয়রানি থেকে বিরত থাকতে সেলফি পরিবহনের স্টাফদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি।
আর কত যাএী চলার পথে সেলফি পরিবহনের স্টাফদের কাছে লাঞ্চিত হবে। ঢাকা আরিচা মহাসড়কে চলাচলের ক্ষেত্রে যাএীদের সুবিধার্তে কয়েকটি স্থানে পুলিশ চেক পোস্ট করা দরকার। এ বিসয়ে সকল থানার ওসিদের সহযোগিতা কামনা করছে সাধারণ জনগন।