বন্দরে সুদ সংক্রান্ত বিরোধের জের ধরে সুদ খোর নুরুল ইসলামের সন্ত্রাসী বাহিনীর হামলায় মা ও ছেলেসহ একই পরিবারের ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সন্ত্রাসী হামলায় আহতরা হলো বৃদ্ধা রাবেয়া বেগম (৬০) রহমত উল্ল্যাহ (৩৫) কাউছার (২৯) ও দিদার (৩২)। ওই সময় সন্ত্রাসীরা বাসা বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে নগদ ২০ হাজার টাকা, ৪টি মোবাইল সেট ও ১ ভড়ি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার কুশিয়ারা উত্তর পাড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত দিদার বাদী হয়ে একই এলাকার মৃত মোজাম্মেল মিয়ার ছেলে সুদ খোর নুরুল ইসলাম ও তার সন্ত্রাসী শ্যালক শাওন শ্বশুড় দেলোয়ারসহ ৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তথ্য সূত্রে জানা গেছে, জমি ও সুদ সংক্রান্ত বিরোধের জের ধরে সুদ খোর নুরুল ইসলামসহ উল্লেখিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বৃদ্ধা রাবেয়া বেগমের উপর হামলা চালায়। ওই সময় তার ৩ ছেলে তার মাকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় হামরাকারিা তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা, মোবাইল সেট ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।