জাকির হোসেন ঝন্টুঃ আগামী ৩১ অক্টোবর সাদীপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে ৭জন, সংরক্ষিত মহিলা পদে ১ জন, শিক্ষক প্রতিনিধি হিসেবে ৩ জন ও দাতা সদস্য পদে ১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোনারগাঁও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও সাদীপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান, নির্বাচনী বিধি মোতাবেক এ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে। তবে নির্বাচন অন্যখাতে প্রবাহিত করতে নির্বাচন বিধি লঙ্ঘন করে অভিনব কৌশল অবলম্বন করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। যা আইন গর্হিত।
সাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবারক হোসেন ভূঁইয়া বলেন, অত্র বিদ্যালয় কমিটি কতৃক ধার্যকৃত মনোনয়ন ফি গ্রহণ করা হয় এবং তা নির্বাচনী ব্যয় বাবদ অত্র অর্থ বিদ্যালয় তহবিলে যথাযথ ভাবে জমা প্রদান করা হয়। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠভাবে সম্পূর্ণ করতে সকলের প্রতি আহবান জানান তিনি। ভোটার অভিভাবক এমন অনেকের সাথে কথা হলে তারা সন্তোষ প্রকাশ করে জানান, নির্বাচনী বিধি মোতাবেক নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোন মহলের কালোছাঁয়া না পড়লে আগামী ৩১ অক্টোবর নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে ভোট দিয়ে যোগ্য বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচিত করবে আশাবাদ ব্যক্ত করছেন অভিভাবকরা। গত ১১ অক্টোবর থেকে আজ ১৩ অক্টোবর পর্যন্ত ব্যাপক অনাড়ম্বর পরিবেশে নির্বাচনী মনোনয়ন পত্র ক্রয় ও জমা প্রদান করছেন প্রার্থীরা। আগামী ৩১ অক্টোবর সাদীপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পূর্ণ হবে।