নিজস্ব প্রতিবেদকঃ গত নির্বাচনে যেভাবে ভোট নিয়েছেন, সেদিন ভুলে যান । এবার সুঁই যেমন সোজা সেরুপ সোজা থাকতে হবে । জোর জুলুম করে ভোট কেন্দ্র দখল এটি আর হবে না ।এই চিন্তা বাদ দেন । ক্ষমতাসীন দলের কর্মী হয়েও আমি জনগনের ভোট ছাড়া এখানে নির্বাচিত হতে চাই না । সন্ত্রাসী আর জোর জুলুম করে ভোট নেয়ার দিন শেষ । জনগন এখন সোচ্চার। কাউকে ছাড় দেয়া হবে না । বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, ঘুঘু তুমি ফাঁদে পড়েছো । ঘুঘু দেখেছো ফাঁদ দেখো নাই।
৫ নবেম্বর শুক্রবার বিকেলে বাদ আছর বন্দর উপজেলাধীন ঘারমোড়া ঈদগাহ ময়দানে আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে এসব কথা বলেন আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রর্থী কাজিম উদ্দিন প্রধাণ ।
তিনি আরো বলেন, ১০ বৎসরে কোন কাজ করেন নাই। কলাগছিয়া ইউনিয়নের জনগণ আর আপনাকে চায় না । ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে আমি বিজয় হবে । আপনারা আমার জন্য দোয়া করবেন ।
অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। ও সভাপতিত্ব করেন, কলাগাছিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাইন উদ্দিন আহমেদ।