সংস্কারের এক বছরের মধ্যে বন্দর উপজেলার হালুয়াপাড়া টু লাঙ্গলবন্ধ সড়কটি ধ্বসে পরে চরম র্দূভোগে শিকার হচ্ছ ধামগড় ইউনিয়ন পরিষদের দুই ওয়ার্ডের প্রায় ১০/১৫টি পাড়া মহল্লার সাধারন জনগন। গত ১ সাপ্তাহ পূর্বে বন্দর উপজেলার কামতাল এলাকার মতি মিয়ার বাড়ির সামনে প্রায় ৩’শ গজ রাস্তার অর্ধেক পুকুরে ধ্বসে পরে দূর্ভোগের সৃষ্টি হয়। সড়কটি ধ্বসে পরার কারনে ওই পথে জনসাধারনের চলাচলরত এক মাত্র বাহন অটো ইজিবাইক, অটো রিক্সা ও বিভিন্ন মালামাল বহনকারি পিকআপ ভ্যান প্রতিনিয়ত উল্টে গিয়ে ঘটছে ভয়াবহ র্দূঘটনা। গত এক সাপ্তাহে লাশ বাহী এ্যাম্বলেন্স, যাত্রীবাহী বিভিন্ন যানবাহন ও কাঁচা তরকারি বহনকৃত পিকআপ ভ্যান গাড়ি উল্টে গিয়ে কমপক্ষে ১০/১২টি র্দূঘটনা ঘটে। উল্লেখিত র্দূঘটনায় স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।এ ব্যাপারে উল্লেখিত এলাকার এক দোকানদার জানান, ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ড মসজিদ টু হালুয়াপাড়া ভায়া কাজিপাড়া বাজার সড়কের সংস্কার কাজ শেষ না হতেই মুতি মিয়ার বাড়ির সামনে সদ্য সংস্কারকৃত রাস্তাটি ফাটল দেখা দেয়। গত এক সপ্তাহ ধরে ওই ফাটল স্থানে প্রায় ৩ ফুট গবীর গর্তে পরিনত হয়। ১১ ফুট রাস্তার অর্ধেক প্রায় ৩’শ ফুট রাস্তা উল্লেখিত পুকুরে ধ্বসে পরে। এতে করে ওই পথে চলাচলরত বিভিন্ন মালবাহী গাড়ী, যাত্রীবাহী বিভিন্ন গনপরিবহনসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। অনেক সময়ে বিভিন্ন বিভিন্ন মালবাহী গাড়ী ও গনপরিবহন উল্টে গিয়ে স্কুল ছাত্র/ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্দূঘটনার শিকার হয়ে যানমালের ক্ষতি সাধন হচ্ছে। এ ব্যাপারে কামতাল এলাকার জনৈক বারেক প্রধান জানান, গত শুক্রবার রাতে প্রতিবেমশী লাশ নিয়ে আসার সময় উল্লেখিত স্থানে লাশবাহী গাড়ী উল্টে মারাত্মক ভাবে র্দূঘটনার শিকার হয়েছি। একই এলাকার অপর এক ব্যবসায়ী বাদশা মিয়া জানান, সংস্কারের এক বছর পার না হতেই আমার বাস ভবনের একটু সামনে পুকুরে সাইড দিয়ে ফাটলের সৃষ্টি হয়। গত এক সাপ্তাহে এই ফাটল ৩ থেকে ৪ ফুট র্গতে পরিনত হয়। এ ব্যাপারে ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন জানান, রাস্তাটি এক বছর পূর্বে এলজিআরডি মেরামত কাজ করে। গত কদিনের প্রচুর বৃষ্টিপাতের কারনে রাস্তাটি ধ্বসে পুকুরে পরে যায়। জনগনের সুবিধার্থে রাস্তাটি পুনরায় মেরামতের কাজের প্রস্তুতি নেওয়া হয়েছে।