জসিম সরকার,রংপুর প্রতিনিধিঃ। রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাস ও আলু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ভাবনা পেট্রোল পাম্প সংলগ্ন মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম হাবিব (৩৮), তার বাড়ী শেরপুরে। তিনি দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক। অন্যজনের নাম ফজলুল করিম (৫৫), তিনি বাসযাত্রী। তার বাড়ী রংপুরের পীরগাছা এলাকায়। তিনি ঢাকায় চাকুরী করেন। ঘটনার সময় ঢাকা থেকে বাড়ী ফিরছিলেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রিপোর্ট পাঠানো অবধি তার পরিচয় জানা যায়নি।
বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।