মাদক একটি ভয়ংকর মরন ব্যাধী যা করোনা ভাইরাসের চেয়েও ভয়াবহ। করোনা আক্রান্তদের মৃতের সংখ্যা এক পার্সেন্ট কিন্ত যে পরিবারের একটি সন্তান মাদকাসক্ত সেই পরিবারের ধ্বংসের সম্ভাবনা নিরানব্বাই পার্সেন্ট। সরকারের একার পক্ষে মাদক নির্মুল সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষের অংশ গ্রহনেই সমাজ থেকে মাদক নির্মুল সম্ভব। বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণে উপজেলা কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ প্রতিদিনই মাদক নির্মুলে কাজ করে যাচ্ছে এতে কি মাদক কমছে, কমছে না। মাদক নির্মুল করতে হলে সারা দেশে গ্রাম ভিত্তিক মাদক নির্মুল কমিটি গঠন করে সমাজের প্রতিটি মানুষের চেষ্টার ফলে মাদক নির্মুল সম্ভব হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারণ সদস্যবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক