নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন এর তিন চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্হা নেওয়ার জন্য জেলা আ’লীগ সভাপতি আব্দুল হাই এর নেতৃত্নে জেলা আ’লীগ এর একটি অংশ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্বারকলিপি প্রদান করে। তিন চেয়ারম্যান এর বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে জেলা আ’লীগ প্যাডে সভাপতি আঃ হাই স্বাক্ষরিত স্বারকলিপিতে বঙ্গবন্ধু ও বাংলাদেশের নাম বিকৃত করে নিজেই এখন অভিযুক্ত। স্বারকলিপি পড়ে দেখা গেছে, শেখ মুজিবুর রহমানের স্থলে লেখা রয়েছে শেখ মুজবুর রহমান আর বাংলাদেশ এর স্থলে বাংরাদেশ লেখা রয়েছে আরও বেশ কিছু ভুল আছে। এবিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ের আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
রেজওয়ানুল হক টিটু লিখেছেন, জেলা আ’লীগ এর প্যাডে এত বানান ভুল মেনে নেওয়া যায় না। এটা বিএনপির বেলায় হলে কিছু মনে করতাম না।
নুনেরটেক মায়াদ্বীপ ফেসবুক আইডিতে লেখা রয়েছে, মেয়াদোত্তীর্ন জেলা আ’লীগ কমিটিতে সব অযোগ্য লোক, লজ্জাহীন জেলা আ’লীগ এর কে বিচার করব? যেটা সোনারগাঁ উপজেলা যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক হাজী কামাল শেয়ার করেছেন।