পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশের ছাত্র রাজনীতির সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ মরহুম কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেবের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ আগস্ট বাদ আসর ভান্ডারিয়া বাসস্ট্যান্ড আল ফালাহ জামে মসজিদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ম, মহিউদ্দিন খান দিপুর উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২০১৩ সালের এই দিনে সংসদ সদস্য হেমায়েত খান আওরঙ্গজেব সহ কেন্দ্রীয় ছাত্রদল , যুবদল , সেচ্ছাসেবক দলের ৫ জন নেতা সড়ক দুঘর্টনায় নিহত হয়। এদিকে মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আগামি শুক্রবার বাদ আসর ঢাকাস্থ খান প্লাজার পিছনের বাড়ীতে কাঙ্গালীদের জন্য খাবারের আয়োজন করা হইবে।