বর্তমানে সারাদেশের শিল্প নানামুখী সংকটের মধ্য দিয়ে প্রকাশনা অব্যাহত রেখে চলছে। বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) অন্তর্ভুক্ত দৈনিক সংবাদপত্রগুলোর প্রকাশক-সম্পাদকগন আজ অবর্ণনীয় অর্থ বিভিন্ন সরকারি আধাসরকারি দপ্তরে পত্রিকার বিল বকেয়া পড়ে থাকায় পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। সাপ্লিমেন্টের বিলও অনেক বকেয়া পড়ে আছে। বিজ্ঞাপন বন্টনে অব্যবস্থাপনা ও চলমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে গত সোমবার (১০ অক্টোবর) ঢাকা কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তন বাংলাদেশ সংবাদ পরিষদ (বিএসপি) দেশের সকল পত্রিকার প্রকাশকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও দৈনিক প্রভাতের সম্পাদকমন্ডলী সভাপতি মোজাফফর হোসেন পল্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী, সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি রফিক উল্লাহ শিকদার। অনুষ্ঠান শেষে সভায় সর্বসম্মতি ক্রমে মোজাফফর হোসেন পল্টুকে সভাপতি ও এমজি কিবরিয়া চৌধুরীকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।