নিজস্ব প্রতিবেদকঃ অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালাসহ ৫ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ
অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আজ ১ অক্টোবর শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে
তারা এই দাবিগুলো জানায়। এই দাবিগুলোর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স আয়কারমুক্ত অথবা বাণিজ্যিক রেজিস্ট্রেশন, দেশের সকল
রাস্তা ও সেতুতে খোনমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, অ্যাম্বুলেন্সের ৮টি সীটের আসন অনুমোদন এবং সকল হাসপাতালে অ্যাম্বুলেন্স
পার্কিং সুবিধা নিশ্চিৎ করা।
পাঁচ দফা দাবি বাস্তবায়নে আজ সকাল ১০ টা থেকে ১১ পর্যন্ত এক ঘন্টার এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে ঢাকাসহ
দেশের বিভিন্ন স্থান থেকে অ্যাম্বুলেন্স মালিক সমিতির সদস্যগণ অংশগ্রহণ করেন। এছাড়া একই দাবিতে সারাদেশে আজ মানববন্ধন
কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিল্লুর
রহমানের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ দবির হোসেন, সাধারণ সম্পাদক বাদল
মাতবর, কোষাধ্যক্ষ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন সরকার, দপ্তর সম্পাদক মোঃ আবির চৌধুরী, সমিতির সদস্য সালেহ আহমেদ রিপন, মো: মাসুদ রেজা, প্রমুখ।
এসময় সভাপতির বক্তব্যে মো: গোলাম মোস্তফা বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করে থাকি।
করোনার কঠিন সংকটে
সবাই যখন বাসাবাড়িতে নিরাপদে আশ্রয়ে ছিলেন, তখন আমরা মানবসেবায় নিয়োজিত ছিলাম। ‘করোনায় আক্রান্ত হয়ে আমাদের
অনেকেই মারা যান। তারপরও আমরা আমাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি। সেবাদানকালে আমরা অনেক সমস্যার সম্মুখীন
হলেও সেগুলোর সমাধানে আমরা সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। নানা সময়ে আমরা
সরকারের কাছে আমাদের দাবিসমূহ তুলে ধরেছি। কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা মানববন্ধন কর্মসূচি করছি।
তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্স চলাচলে নানা জটিলতায় থাকায় এবং জাতীয়ভাবে কোন নীতিমালা প্রণীত না হওয়ায় মালিক ও
চালকগণ হয়রানির শিকার হচ্ছেন। একইভাবে সাধারণ মানুষও কাঙ্খিত সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। আমরা জানি মাননীয়
প্রধানমন্ত্রী মানুষের সেবায় সব সময় নিয়োজিত। জনদরদী ও গণমানুষের নেত্রী হিসেবে বিশ্বব্যাপী তিনি পরিচিতি পেয়েছেন। তিনি
আমাদের দাবি সমূহ বাস্তবায়ন করবেন। আমরা আমাদের দাবিগুলোর বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
সাধারণ সম্পাদকের বক্তব্যে বাদল মাতবর বলেন, বিভিন্ন দুর্যোগসহ অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও আমরা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস
দিয়ে মানবতার সেবায় ভূমিকা রেখেছি। আমরা ভবিষ্যতেও দেশ ও জাতির প্রয়োজনে সব সময় পাশে থাকতে চাই। আমরা যেন
আমাদের সকল সেবা দান অব্যাহত রাখতে পারি, সেজন্য অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ৫ দফা দাবি বাস্তবায়ন খুবই জরুরী।
আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।