1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
বুধবার, ৩১ মে ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন

বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মেহেবুবা সাঈদের অপসারণ দাবিতে নার্স ও কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মেহেবুবা সাঈদের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে নার্স ও কর্মচারীরা। বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টায় বন্দর থানার মদনপুর টু মদনগঞ্জ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মচারীদের অভিযোগ স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মেহেবুবা সাঈদ কর্মচারীদের বেতন আটকে রাখে, স্টাফদের সাথে খারাপ আচরনসহ হাসপাতালের বিভিন্ন খাতের অর্থ আত্মসাতের অভিযোগ করেন। ডা. রোকেয়া ও নার্স ফৌজিয়ার নেতৃত্বে সেবিকা ও কর্মচারীদের একটি অংশ মানববন্ধন করে।

এ বিষয়ে হাসপাতালের ইনচার্জ ডা.মেহেবুবা সাঈদ জানান, হাসপাতালে দীর্ঘ দিনের অনিয়মকে আমি যখন নিয়মে পরিণত করতে শুরু করি তখন থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই মানববন্ধনও ষড়যন্ত্রের অংশ। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি বন্দরবাসীকে সেবা দিতে দায়িত্ব নিয়েছি। আমি বন্দরবাসীকে শতভাগ সেবা দিতে চাই। তার দরুন আমার কঠোর অবস্থানের কারণে কোভিডে সারা বাংলাদেশের মধ্যে বন্দর উপজেলা প্রথম হয়েছে।

নার্স কর্মচারীদের বেতন আটকে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি ভাবে বেতন বরাদ্দ হয়নি। আমি বেতন আটকে রাখার কে। তারা সরকারী চাকরি করে। আমি তেমন সরকারি চাকরি করি। সরকার যখন বেতন বরাদ্দ দিবে তখন আমিও পাব তারাও পাবে। তিনি আরো বলেন, ডাক্তার, নার্স ও কর্মচারীরা ঠিকমত ডিউটি করেনা বিধায় আমি কঠোর ভাবে তাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে চাওয়ায় তারা আমাকে সরাতে নানা অপবাদ ও ষড়যন্ত্র করছে। তবে মেহেবুবা সাঈদের বিরুদ্ধে ডা. নার্স ও কার্মচারীরা ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এইরকম আরো খবর
শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে

পদের নাম: শিক্ষক

বর্ণনা:ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে ইংলিশ এবং গণিত শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা
পদের নাম শিক্ষাগত যোগ্যতা
ইংলিশ শিক্ষক ইংলিশে অনার্স মাস্টার্স হতে হবে।
গণিত শিক্ষক গণিতে অনার্স মাস্টার্স হতে হবে।

ঠিকানা: উলিপুরা সোনারগাঁও, নারায়ণগঞ্জ

মোবাইল নাম্বার: 01988571098

© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com