স্কুল ছুটির পর বাসা থেকে বের হয়ে তারমিহিম ইসলাম (১৪) নামে এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। গত রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার দড়ি-সোনাকান্দা এলাকা থেকে বের হয়ে ওই স্কুল ছাত্রী নিখোঁজ রয়। নিখোঁজ স্কুলছাত্রী তারমিহিম ইসলাম একই এলাকার আবু তাহের মিয়ার মেয়ে বলে জানা গেছে। অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ স্কুল ছাত্রীর কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজ স্কুল ছাত্রী পিতা বাদী হয়ে বন্দর থানায় গত সোমবার দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১১৮৩ তাং- ২৬-৯-২২ইং। জিডি পেয়ে বন্দর থানা পুলিশ নিখোঁজ স্কুল ছাত্রী সন্ধান পাওয়ার জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।