বন্দরে আধিপ ত্য বিস্তার নিয়ে শফিকুল ইসলাম (২০) নামে এক হোসিয়ারী শ্রমিককে পিটিয়ে নৌকা থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় স্থানীয় জনতা ফারদিন (২৪) নামে এক সন্ত্রাসীকে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঐ সময় হামলাকারি সন্ত্রাসী ফারদিন হোসিয়ারী শ্রমিকের কাছে থাকা ১টি মোবাইল সেট ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বন্দর ১নং খেয়াঘাটে এ ঘটনাটি ঘটে। আহত হোসিয়ারী শ্রমিক শফিকুল ইসলাম বন্দর জামাইপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে। স্থানীয় এলাকাবাসী আহত শফিকুলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
আটককৃত সন্ত্রাসী ফারদিন বন্দর ঝাউতলা এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে। এ ব্যাপারে আহত শফিকুল স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঘটনার ওই দিন দুপুরে হামলাকারি ফারদিনকে আসামী করে বন্দর থানায় হত্যার চেষ্টার ঘটনায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং ১৭(১০)২২।
এ ব্যাপারে বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক নাহিদ মাসুম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের দুই জনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঐ বিরোধের জের ধরে বন্দর ঝাউতলা এলাকার ফারদিন হোসিয়ারী শ্রমিক শফিকুলকে বেদম ভাবে মারপিট করে নৌকা থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় উত্তেজিত জনতা হামলাকারি সন্ত্রাসী ফারদিনকে গণপিটুনি দিয়ে বন্দর ফাঁড়ী পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে ওই মামলায় জনতা কর্তৃক আটককৃত হামলাকারি সন্ত্রাসী ফারদিনকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।