বন্দরে হোসিয়ারী কর্মী ধর্ষন মামলার আসামী সিরিয়াল ধর্ষক লম্পট আলমগীর ওরফে আলম (৫৫) অবশেষে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকাররোক্তি জবানবন্ধী প্রদান করেছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উল্লেখিত আসামী এ স্বীকাররোক্তী জবানবন্ধী প্রদান করে। এর আগে গত শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ২৩(১২)২২ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে ১ দিনের রিমান্ডে আনে পুলিশ। রিমান্ড প্রাপ্ত সিরিয়াল ধর্ষক আলমগীর ওরফে আলম চাঁদপুর জেলার উত্তর মতলব থানার মৌটুপি নয়াকান্দি এলাকার মৃত হাফেজ মোল্লা মিয়ার ছেলে। বর্তমানে সে বন্দর রুপারী আবাসিক এলাকার ৪নং গল্লীস্থ মাহবুবা চায়নাবেগমের বাড়ী ভাড়াটিয়া বলে জানা গেছে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, মামলার বাদিনীর ১০ বছরের মেয়ে জিবীকার তাগিদে দীর্ঘ দিন ধরে বন্দর থানাধীন রুপালী আবাসিক এলাকার জনৈক আক্তারুজ্জামানের এর বিল্ডিং এর ৩য় ও ৪র্থ তলার জনৈক রিপন মিয়ার হোসিয়ারী কারখানায় শ্রমিকের কাজ করে আসছিল। এ সুবাদের গত ৮ ডিসেম্বর দুপুরে লম্পট আলমগীর ওরফে আলম মিয়া ১০ বছরের হোসিয়ারী কর্মীকে তার বাড়ি থেকে পানি আনতে পাঠায়। সরল বিশ্বাসে হোসিয়ারী কর্মী লম্পট আলম মিয়ার কথা মতে তার বাড়ি থেকে পানি আনতে গেলে ওই সময় উল্লেখিত লম্পট আলমগীর ওরফে আলম মিয়া ভুক্তভোগী হোসিয়ারী কর্মী ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষন করে। ধর্ষনের বিষয়টি কাউকে না জানানোর জন্য লম্পট আলম মিয়া ভ’ক্তভোগী ধর্ষিতা হোসিয়ারী কর্মীকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। পরে ধর্ষিতা বিষয়টি তার হোসিয়ারী মালিক রিপনসহ তার পটরিবারকে জানালে এ ঘটনায় ধর্ষিতা মা বাদী হয়ে লম্পট আলমকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। এ ছাড়া লম্পট আলমগীর ওরফে আলম মিয়া গত ১২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ও একই দিনের দুপুর দেড়টায় উল্লেখিত হোসিয়ারী আরো ২ কর্মীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষন করেছে। এ ঘটনায় উল্লেখিত লম্পট সিরিয়াল ধর্ষক আলমগীর ওরফে আরম মিয়ার বিরুদ্ধে আরো ২টি ধর্ষন মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আবুল বাসার জানান, গ্রেপ্তারকৃত ধর্ষক আলমগীর ওরফে আলমকে বন্দর থানার ২৩(১২)২২ নং নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ১ দিনে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে রিমান্ডপ্রাপ্ত আসামী আলমগীর আদালতে ধর্ষনের দায় স্বিকার করে জবানবন্ধী প্রদান করেছে।