1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ আলোচনা সভা সড়কে শৃংখলা ফেরাতে বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে স্থানীয় প্রশাসনের অভিযান সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বৈদ্যেরবাজারে রাস্তা সংস্কারের কাজ করছেন চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল -মামুন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথির যোগদান সোনারগাঁয়ে হাড়িয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শাম্মী তুলতল নতুন প্রজন্মের জন্য সময়োপযোগী পদক্ষেপ নিতে চান তার লেখার মধ্যে দিয়ে সোনারগাঁয়ে কর্মচারীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা মালিকের রূপগঞ্জে আহত সাংবাদিককে দেখতে গেলেন কাজী মনির বিজয় দিবসের মেলা উপলক্ষে না’গঞ্জ জেলা প্রশাসনের উপ কমিটির সভা 

বন্দরে সুরুজ গ্রুপের মাটি চুরি করে পালানোর সময় ডিবি পুলিশ কর্তৃক সাবেক ইউপি মেম্বার মনা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

বন্দরে রাতের আধারে সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর মালিকাধীন সম্পত্তির মাটি কেটে ড্রাম ট্রাক দিয়ে চুরি করে অন্যত্র স্থানে বিক্রির সময় মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রফিকুল ইসলাম ওরফে মনা (৪৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গত রোববার (৮ জানুয়ারী) রাত পৌনে ১১টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে মনা মেম্বার একই এলাকার মৃত হায়দার আলী মিয়ার ছেলে। এ ঘটনায় উল্লেখিত প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনর্চাজ সবুজ মোল্লা বাদী হয়ে মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত মনা মেম্বারসহ ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং- ১৩(১)২৩ ধারা- ৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার সদর থানার বলাকৈর এলাকার মৃত হারুন অর রশিদ মিয়ার ছেলে সবুজ মোল্লা দীর্ঘ ৩ বছর ধরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সিকিউরিটি ইনচার্জ হিসেবে কাজ করে আসছি। এ সুবাদে লাউসার এলাকায় উল্লেখিত কোম্পানী সম্পত্তী দেখাশুনা করে আসছি। বিবাদী লাউসার এলাকার মৃত হায়দার আলী মিয়ার ছেলে ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিকুল ইসলাম ওরফে মনা মেম্বার সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার মালেক মিয়ার ছেলে সাইফুল (২৮) মদনপুর এলাকার মৃত হাশেম মাষ্টারের ছেলে রাসেল মিয়া, সোনারগাঁ থানার নানাখী এলাকার আমিনুল মদনপুর চাঁনপুর ইদ্রিস আলী মিয়ার ছেলে আহসান ও লাউসার এলাকার মৃত নুরু মিয়ার ছেলে এবাদুল্লাহসহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মৌজা কেওঢালা আরএস ক্ষতিয়ান-৭৩৩,১৮৭, ৬৭১, ৩৯৭, ২২, ৯৬৫, ৫৯৮, ৭৫২, ৩৯৭, ২৮, ৬২, ৩৭৯, ৬১২, , ৮৪৩, আর.এস দাগ নং ১৬৮,১৬৯,১৭০,২৩,২৪১৮৫,১৯২,১৯৩,২২৫,১৯৮, ১৭০,১৫৫৪, ২২৭, ১৬৪, ১৮১, ৫৫, ১৫০, ৪৫৬, ৫২, মৌজা চাঁনপুর আর,এস খতিয়ান -৯২,৯৯, ০৮,৫১, ৮১, ৭২ আর এস দাগ নং ১৭৬,১৮৬, ৩০০, ২৯৯, ১৬০, ১৬১, ৩৩২, ২৮৮, ৩০৩, ৩০৪ লাউসার ও সুখের টিক এলাকার সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর সস্পত্তী দীর্ঘ দিন ধরে উল্লেখিত বিবাদীরা পরস্পর যোগসাজশে দীর্ঘ দিন ধরে ভেকু দিয়ে মাটি কেটে চুরি করে বিভিন্ন স্থানে অবাধে বিক্রি করে আসছে। এ ঘটনায় উক্ত প্রতিষ্ঠানের ১০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়। এর ধারাবাহিকতায় গত রোববার ( ৮ জানুয়ারী) রাত পৌনে ১২টায় উল্লেখিতরা লাউসার ও সুখের টেক এলাকায় আবারও মাটি চুরি করার সময় উক্ত প্রতিষ্ঠানের নাইটগার্ড ধাওয়া দিলে ঐ সময় চোরের দল মাটি কাটার ভেকু ও ড্রাম ট্রাক নিয়ে পালিয়ে গেলেও মদনপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিকুল ইসলাম মনা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি হাতে গ্রেপ্তার হয়। পরে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃতকে ওই মামলায় মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে।

কি!! সবার সাথে শেয়ার করবেন না??

এইরকম আরো খবর
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com