1. meghlatv24@gmail.com : bbcpresss :
  2. jahirulislam.siraj@gmail.com : Jahirul Siraj : Jahirul Siraj
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিইপিজেড এলাকায় বিনামূল্যে পথচারীদের মাঝে শরবত বিতরণ কর্মসূচি মাইজপাড়া মাহামুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকের ইন্তেকাল সোনারগাঁয়ে লোক ও কারু শিল্প ফাউন্ডেশনে বাঙালির ভাটিয়ালী গান নিয়ে সেমিনার অনুষ্ঠিত সোনারগাঁয়ে লোক ও কারু শিল্প ফাউন্ডেশনে বাঙালির ভাটিয়ালী গান নিয়ে সেমিনার অনুষ্ঠিত সিডিএ’র নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা হবিগঞ্জে অস্বাস্থ্যকর অনিরাপদ ও ফুডগ্রেডবিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা: থানা ও গোয়েন্দা বিভাগ কে যৌথ কাজ করার পরামর্শ হবিগঞ্জ তৃষ্ণার্ত জন সাধারনের মাঝে ফ্রি শরবত খাওয়ানো হয় হামেশা গ্রুপের কান্ড !কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ইউএনও বরাবর অভিযোগ

বন্দরে সুরুজ গ্রুপের মাটি চুরি করে পালানোর সময় ডিবি পুলিশ কর্তৃক সাবেক ইউপি মেম্বার মনা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ
  • সময়ঃ মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

বন্দরে রাতের আধারে সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর মালিকাধীন সম্পত্তির মাটি কেটে ড্রাম ট্রাক দিয়ে চুরি করে অন্যত্র স্থানে বিক্রির সময় মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রফিকুল ইসলাম ওরফে মনা (৪৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গত রোববার (৮ জানুয়ারী) রাত পৌনে ১১টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ওরফে মনা মেম্বার একই এলাকার মৃত হায়দার আলী মিয়ার ছেলে। এ ঘটনায় উল্লেখিত প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনর্চাজ সবুজ মোল্লা বাদী হয়ে মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত মনা মেম্বারসহ ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং- ১৩(১)২৩ ধারা- ৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার সদর থানার বলাকৈর এলাকার মৃত হারুন অর রশিদ মিয়ার ছেলে সবুজ মোল্লা দীর্ঘ ৩ বছর ধরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সিকিউরিটি ইনচার্জ হিসেবে কাজ করে আসছি। এ সুবাদে লাউসার এলাকায় উল্লেখিত কোম্পানী সম্পত্তী দেখাশুনা করে আসছি। বিবাদী লাউসার এলাকার মৃত হায়দার আলী মিয়ার ছেলে ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিকুল ইসলাম ওরফে মনা মেম্বার সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার মালেক মিয়ার ছেলে সাইফুল (২৮) মদনপুর এলাকার মৃত হাশেম মাষ্টারের ছেলে রাসেল মিয়া, সোনারগাঁ থানার নানাখী এলাকার আমিনুল মদনপুর চাঁনপুর ইদ্রিস আলী মিয়ার ছেলে আহসান ও লাউসার এলাকার মৃত নুরু মিয়ার ছেলে এবাদুল্লাহসহ অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মৌজা কেওঢালা আরএস ক্ষতিয়ান-৭৩৩,১৮৭, ৬৭১, ৩৯৭, ২২, ৯৬৫, ৫৯৮, ৭৫২, ৩৯৭, ২৮, ৬২, ৩৭৯, ৬১২, , ৮৪৩, আর.এস দাগ নং ১৬৮,১৬৯,১৭০,২৩,২৪১৮৫,১৯২,১৯৩,২২৫,১৯৮, ১৭০,১৫৫৪, ২২৭, ১৬৪, ১৮১, ৫৫, ১৫০, ৪৫৬, ৫২, মৌজা চাঁনপুর আর,এস খতিয়ান -৯২,৯৯, ০৮,৫১, ৮১, ৭২ আর এস দাগ নং ১৭৬,১৮৬, ৩০০, ২৯৯, ১৬০, ১৬১, ৩৩২, ২৮৮, ৩০৩, ৩০৪ লাউসার ও সুখের টিক এলাকার সুরুজ মিয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর সস্পত্তী দীর্ঘ দিন ধরে উল্লেখিত বিবাদীরা পরস্পর যোগসাজশে দীর্ঘ দিন ধরে ভেকু দিয়ে মাটি কেটে চুরি করে বিভিন্ন স্থানে অবাধে বিক্রি করে আসছে। এ ঘটনায় উক্ত প্রতিষ্ঠানের ১০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়। এর ধারাবাহিকতায় গত রোববার ( ৮ জানুয়ারী) রাত পৌনে ১২টায় উল্লেখিতরা লাউসার ও সুখের টেক এলাকায় আবারও মাটি চুরি করার সময় উক্ত প্রতিষ্ঠানের নাইটগার্ড ধাওয়া দিলে ঐ সময় চোরের দল মাটি কাটার ভেকু ও ড্রাম ট্রাক নিয়ে পালিয়ে গেলেও মদনপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার রফিকুল ইসলাম মনা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি হাতে গ্রেপ্তার হয়। পরে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃতকে ওই মামলায় মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এইরকম আরো খবর
April 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তি

ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে

পদের নাম: শিক্ষক

বর্ণনা:ফতেপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে ইংলিশ এবং গণিত শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা
পদের নাম শিক্ষাগত যোগ্যতা
ইংলিশ শিক্ষক ইংলিশে অনার্স মাস্টার্স হতে হবে।
গণিত শিক্ষক গণিতে অনার্স মাস্টার্স হতে হবে।

ঠিকানা: উলিপুরা সোনারগাঁও, নারায়ণগঞ্জ

মোবাইল নাম্বার: 01988571098

© ২০২১ | বিবিসি প্রেস © সর্বস্বত্ব সংরক্ষিত | bbcpress.com